Loading…

এক দেশ এক রেট’ ইন্টারনেট কার্যক্রম বিষয়ে স্পষ্টীকরণ

১. প্রশ্নঃ একদেশ একরেট ইন্টারনেট প্যাকেজ আপনারা কবে চালু করবেন?

উত্তরঃ স্যার/ম্যাডাম, বিটিআরসি’র চালু করা এই প্যাকেজটি কেবল বি টি সি এল-এর দেয়া প্রান্তিক পর্যায়ে (অর্থাৎ গ্রাম-গঞ্জে) ইন্টারনেটের ক্ষেত্রে প্রযোজ্য। প্রাইভেট ইন্টারনেট সেবাদাতাদের বিষয়ে বিটিআরসি কিংবা সরকারের পক্ষ থেকে আমাদের কাছে এখনও কোন নির্দেশনা আসেনি। তবে লিঙ্ক থ্রি ইতোমধ্যে পরীক্ষামূলক কিছু কিছু প্রান্তিক এলাকায় ৫০০ টাকায় ৫ এমবিপিএস ও ৭০০ টাকায় ৭ এমবিএস প্যাকেজ চালু করেছি। আগামী কয়েক সপ্তাহের ভেতর সেটা অন্যান্য জায়গায় পর্যায়ক্রমে আসবে – তখন ওয়েবসাইট বা এস এম এস থেকেই জেনে যাবেন।

২. প্রশ্নঃ কিন্তু এইটা তো খবরের কাগজের মাধ্যমে সারাদেশ জানে, মন্ত্রী বলেছেন, তাহলে আপনারা কি বিটিআরসি নির্দেশনা মানেন না?

উত্তরঃ স্যার/ম্যাডাম, আমরা অবশ্যই সরকার ও বিটিআরসি নির্দেশনা সম্মান ও মান্য করি, তবে একদেশ একরেট ইন্টারনেট প্যাকেজ চালু করার ব্যাপারে আমাদেরকে বিটিআরসি কোন প্রকার দিক-নির্দেশনা এখনও দেয়নি।

৩. প্রশ্নঃ কারা একদেশ একরেট প্যাকেজ ব্যবহার করতে পারবে?

উত্তরঃ বিটিআরসি নির্দেশনা অনু্যায়ী, প্রান্তিক পর্যায়ে (গ্রাম-গঞ্জে) যেসব আইএসপি বিটিসিএল-এর মাধ্যমে ইন্টারনেট সেবা দিয়ে থাকে, ঐসব এলাকায় এই মুহূর্তে একদেশ একরেট প্যাকেজ পাওয়া যাবে।

৪. প্রশ্নঃ প্রান্তিক পর্যায়ে বলতে কি বোঝাতে চাচ্ছেন?

উত্তরঃ প্রান্তিক পর্যায়ে বলতে দেশের সকল গ্রাম ও ইউনিয়ন পরিষদ অধিভুক্ত এলাকাগুলোকে বোঝানো হয়েছে।

৫. প্রশ্নঃ আমি গ্রামে থাকি, সেক্ষেত্রে আমি কিভাবে পাবো?

উত্তরঃ আপনার এলাকায় যদি লিঙ্ক থ্রির সেবা থেকে থাকে, তাহলে আমরাই কানেকশন দেবো। ৫০০ টাকার কানেকশন না থাকলে আর কী কী আছেন, সেটা জানাতে পারি। আর লিঙ্ক থ্রি না থাকলে আপনি আপনার এরিয়ার লোকাল আইএসপি সেবাদানকারি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করতে পারেন, বা বিটিসিএল অফিস এ যোগাযোগ করতে পারেন।

৬. প্রশ্নঃ আপনাদের ৫০০ টাকার ৫ এমবিপিএস প্যাকেজ সব এরিয়াতে কবে দিবেন?

উত্তরঃ আমরা পরীক্ষামূলক এই প্যাকেজটি গত মে মাস থেকেই চালু করেছি, আমরা ধীরে ধীরে সকল প্রান্তিক এরিয়াতে এই প্যাকেজটি দেয়া শুরু করবো। সঠিক সময়টা এই মুহূর্তে যদিও বলা যাচ্ছে না।